প্রবন্ধে রতন বসাক

নিজের ইচ্ছা না থাকলে কোন কিছুই জোর করে শেখা যায় না

আমরা যদি অনেক অনেক বছর আগে ফিরে যাই । তখন দেখতে পাবো আমরা অর্থাৎ মানুষরাও অন্যান্য পশু পাখিদের মতোই বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম । তখন আমরা সবাই খাওয়া-দাওয়া, ঘোরা-ঘুরি আর শোয়ার কাজই করতাম ; মনে আর কোন ইচ্ছাই ছিলো না । তাই তখন আমরাও জন্তু জানোয়ারদের মতোই জীবন যাপন করতাম বনে জঙ্গলে ।
মানুষই হলো একমাত্র প্রাণী যে কথা বলতে পারে ও ভাবনা চিন্তা করতে পারে । এরপর মানুষের চিন্তা-ভাবনা ধীরে-ধীরে বদলাতে থাকলো । মানুষের মধ্যে নানান রকম ইচ্ছে জাগলো । আর সেই ইচ্ছা আর পরিশ্রমের ফলেই, মানুষ আজ অন্যান্য প্রাণীদের থেকে উন্নত ও এগিয়ে চলেছে । ইচ্ছার সঙ্গে সঙ্গে সামর্থ্য ও উপায় করে নিলে সব সমস্যার সমাধান হয় ।
আমরা যা কিছুই করি না কেন, মনের মধ্যে কোন নিজস্ব ইচ্ছা না থাকেলে সেই কাজটা কিন্তু আমরা করতে পারি না । ইচ্ছাই আমাদের প্রেরণা জোগায় সেই কাজটি করার জন্য । আমার মনের মধ্যে যদি কোন ইচ্ছাই না থাকে, তাহলে আমি অলস হয়ে বসে থাকবো আর কোন কাজই করবো না । তাই কোন কাজ করতে গেলে প্রথমে মানসিক ইচ্ছার প্রয়োজন হয় প্রত্যেকটি মানুষের ।
কে কতটা শক্তিশালী সেটা তার শারীরিক গঠন দেখে কিন্তু বোঝা যায় না । আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বাইরে থেকে দেখলে মনে হবে ভীষণ শক্তিশালী কিন্তু মানসিকভাবে তারা অনেক দুর্বল । আবার এমন মানুষও দেখেছি যাদের দেখলে মনে হবে না তারা ভীষণ শক্তিশালী । কিন্তু তাদের মানসিক ইচ্ছা এতো মজবুত যে তারা যে কোনো কাজ করতে এগিয়ে যায় সবার আগে ।
আমরা কেউই কিছু শিখে আসি না আগের থেকে এই ভুবনে । জন্মের পর থেকে আমরা চেষ্টা ও ইচ্ছার বলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ খেলোয়ার কেউ বা অন্য কিছু হই জীবনে । এ সবই আমাদের মানসিক ইচ্ছার প্রতিফলন । ইচ্ছা থাকলে উপায় হয় । তাই ইচ্ছা যদি আমি করি তবে জীবনে অনেক কিছুই পেতে পারি । কারো মনে ইচ্ছা না থাকলে জোর করে কোন সময়ই তাকে কিছুই শেখানো যায় না ।
ইচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষ স্থান দখল করে থাকে । কোন কাজ না করার অনেক বাহানা করা যায় । কিন্তু যদি মনের মধ্যে ইচ্ছে থাকে তাহলে যে কোনো কাজই করা যায় । ইচ্ছে থাকলেই হয়তো সব সময় সব কাজ করা যায় না । তবুও বলবো ইচ্ছে থাকলে পুরোটা না হলেও অনেকটাই কাজ করা যায় । ইচ্ছে একজন দুর্বল মানুষ কেও মানসিক ভাবে অনেক সবল করে দেয় । জীবনের প্রতিটি পদে ইচ্ছেটাই হলো বড় কথা । মনের মধ্যে ইচ্ছে না থাকলে আমি এক পা’ও এগোতে পারব না ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।