কবিতায় তপন মন্ডল

শ্রমিক
বিশ্বজুড়ে শ্রমিক আজি, মে দিবসে মজে।
দ্বন্দ্ব ভুলে মেহনতি, একটু শান্তির খোঁজে।
সঙ্ঘবদ্ধ কর্মের দ্বারা , জ্বালি হিতের বাতি।
কঠোর শ্রমে শ্রমিক সবি, গড়ে নতুন জাতি।
মাথার ঘর্ম পায়ে ফেলি, সৎ পথে করি আয়।
ঋণের বোঝার চাপে পড়ে, সংকট করে ধায়।
কারখানাতে কাজের চাপে, ভুলে গেছি সুখ।
মনের মাঝে হাজার কষ্ট, সয়েছি কত দুখ।
গগন ভেদি দালান গড়ি, শক্ত হাতের ছোঁয়ায়
বস্তির মাঝে নিজের বাসা, ধুলা বালির ধোঁয়ায়।
কায়িক শ্রমে সদা ওরা , ধরে দেশের হাল।
ইতিহাসের পাতায় লেখা , থাকবে অনন্ত কাল।