T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় তাপস মহাপাত্র

কোজাগরী
কোজাগরী এমনিতেই আমার হাতের পুতুল
শুধু একটা গোলগোল্লা চাঁদ পেলেই হল।
বাকি সবই আছে এদিক ওদিক
একটা খোলা ছাদ,
কার্ণিশে নুয়ে পড়া কদমফুলের ডাল,
একটা লক্ষ্মী প্যাঁচাও সেখানে বসে থাকে সারারাত।
ছাদের এক কোণে, যেখানে
মাধবীলতা নিজের মনে দোল খায়
যেখানে এক আকাশ টর্চ জ্বেলে-
শীতের জরিপ করে ধোপদুরস্ত বাতাস
তার নিচে একবার মণিমালাকে বসিয়ে দিলেই, ব্যস।
শুধু খেয়াল রাখতে হয়
সাধের বেড়ালটা যাতে মোবাইল না ঘাঁটে
যদি জ্যোৎস্নার ছিটে তার গায়ে সুর না তোলে……
দেবীর সঙ্গে তার অস্থিরতার এতটাই মিল কিনা।
একটা চাঁদ কক্ষনোই পুরোটা পাওয়া হল না তাই
নাহলে, এমনিতেই কোজাগরী আমার হাতের মুঠোয়।