প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

অক্ষমতা

জীবন একদিন সক্ষমতার উজ্জ্বলতায় হেঁটে হেঁটে অক্ষমতার অববাহিকায় পৌঁছে যায়,
যৌবন! সিন্ধুর জলের মত- বাসনার শান্তি খুঁজে খুঁজে, শান্তির সমুদ্রের আড়ালে একাএকা,,
সক্ষমতা পিছনে ফেলে- অযশ্র সবুজ যৌবন অসহয়তার সাথে করে দেখা
আমরা কেবল- সক্ষম আকাঙ্খার পিছনে, ঝরা পাতার মত মিশে যাই অদৃশ্য ছায়ায়।

ছুটছে আলো- ছুটছে জীবন যৌবন- হৃদয়ে হৃদয়ে, মৌনতায় খুঁজিছে শান্তির সুখ,
সক্ষমতার আকাশে- নক্ষত্রের মত- বাতাসের সাম্রাজ্যে অলৌকিক- অন্ধকারে ছুটিছে সব,,
মেঘের বৃষ্টির মত- পৃথিবীর মৃত্তিকায় বর্ষিত যৌবন জল একদিন হয়ে যায় নিরব।
সক্ষমতা ডাকিছে অক্ষমতারে- অযশ্র বৈভব সম্পদ, তবুও এ জীবনেরে করে যে বৈমুখ।

তবুও যৌবন সমুদ্রের ঢেউ- জীবন কিনারে এসে- খুঁজিছে দিনরাত্রি ধরে অন্ধকার,
মানুষ থেমে নেই- মানুষের জীবন ও যৌবনের আড়ালে জ্বেলে যায় অসাধারন আলো,,
সূর্যের মত- মৃত্যুরে অবহেলা করে- মানুষ মানুষেরে- সৃষ্টিতে বেসে যায় অকৃত্রিম ভালো।
মানুষ জানেনা কিছুই- সক্ষমতা অক্ষমতার ভীড়ে – মৃত্যুর পরে পৃথিবীতে কোথায় হয়,প্রাণের পারাপার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।