প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

অন্তঃশত্রু
প্রাণ সর্বক্ষণিক অন্তঃশত্রুর বিলয় ভূমিতে যুদ্ধ করে,
মানুষের সতন্ত্র প্রাণ- তবুও অন্তঃশত্রুকে প্রেরণা যোগায় বজ্রের মত বারবার,,
এ যেন প্রতিটি জীবনের সংগ্রাম – পৃথিবীতে তোমার ও আমার।
হিংসুক অন্তঃশত্রু থেকে নিজের প্রাণকে সরিয়ে নাও দূরে।।
অভীষ্ঠবর্ষী শক্তি ও প্রাণের অন্তরের ক্লেশরাশি সাধন প্রভাবে মাঙ্গলিক হোক,
অন্ধকারে বিলীন শরীরের প্রাণকে মিত্রের মত স্নিগ্ধ ও তেজর্সী করে তোলো,,
স্নিগ্ধ ভাবঅন্তঃ দেহাভ্যন্তরিত সতন্ত্র প্রাণ প্রাপ্তির জাগিয়ে দাও আলো।
অন্তঃ ও প্রাণের দেহে যে পাপ অবস্থিত আছে সে তোমার শোক।।
প্রতিদিন প্রতিকালে প্রকাশমান অন্তঃশত্রু যেন বারবার পরাজিত করে তোমার ও আমার,
আমরা হেরে যাই- হিংসা করি,সতন্ত্র প্রাণের বিরুদ্ধে অবিবেচনায় এ জগতে,,
পঞ্চপ্রাণ, পঞ্চইন্দ্রিয় অন্তঃকরণ সমন্বিত আমি নিষেধ করি হিংসুক হতে।
তবুও সে কার প্ররোচনায় হিংসুক হয় হিংসা করে দেহের ভীতর।।