প্রবাসী ছন্দে শেখ রাসেল (বাংলাদেশ)

কাঁদছে ওরা 

হরেক রকম রান্না তোমার
অর্থে দাপট ভারী,
স্বাদ যে লাগাও পেটটা পুরে
খাবার কি বাহারী।

ক্ষুধার জ্বালায় কাঁদছে ওরা
উপোস কত প্রাণ,
গন্ধ ছড়াও রান্না করেই
মসলা তেলের ঘ্রাণ।

ভবের হাঁটে করছো কামাই
লোক ঠকানো ছল,
জবাব দিবে কি দেখিয়ে
ফেলবে চোখের জল।

দান ছকাতে তুলছো ছবি
দাওনি তাহার কিছু,
ভাবছো মিছে পূণ্যে করে
ছাড়ছে গুনাহ পিছু।

রোজার মাসে যাকাত দিয়ে
সাজলে নতুন জামাই,
সুদ ঘুষেরই অর্থ তোমার
করছো মিছে কামাই।

দাওনি যাদের প্রাপ্য ছিলো
হক মেরেছো তার,
সইবে বলো কেমন করে
পড়লে গজব ভার।

বলছি শোন ধনাঢ্য সব
বড়াই তোমার কিসে,
মরলে তুমি খাইবে মাটি
হিসাব নিবে কষে।

Spread the love

You may also like...

error: Content is protected !!