T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন তন্ময় কবিরাজ
বসন্ত
আমি যে বসন্তকে চিনি
সে’তো বিদায় নিয়েছে অনেকদিন
চেনা পলাশের ভাঁজে শালিখের
লুকোচুরি আর পাতা ঝরা সোনাঝুড়ির
মাঝে নতুন শাড়িতে চোর কাঁটা
রুগ্ন রোদের মধ্যে মধ্যে আবির
আমি হাজার প্রতীক্ষায় ভিজে যাই
আজ শরীরে গোপন শিহরণে
রঙ মাখাবো, শান্ত চোখ
ক্রমশ উত্তাল হয়েছে যৌনতায়
বছর ঘুরেছে,শুকনো কোপাইয়ের
ধারে মরে গেছে ধান খাওয়া চৌড়ুই
আমিও দাঁড়িয়ে ছিলাম একলা-
হটাৎ ফাল্গুনের বৃষ্টি এলো
রঙ মাখা মাটি বীরভূমে,
আজ তাই পথ হাঁটি ভয়ে
তোমার রঙে বসন্ত সাজলো না আর
বরং ধুয়ে গেল সব,বাড়ি ফিরে গেলো
সবাই – শান্তিনিকেতনে আজ বসন্ত এলে
ভয় পেয়ে বাড়ি ফিরে আসি
বসন্ত উৎসব হবে এবার?