ক্যাফে কাব্য গুচ্ছে তৈমুর খান

১| অদ্ভুত নক্ষত্রের পাশে

ঘুরে ঘুরে এখানেই জল খেতে আসি
এমাটির কুয়োর ঠাণ্ডা জল
এমাটির শীতল হৃদয়

শূন্যতার ঘরে আমাদের নিরুচ্চার বাঁচাগুলি
কেবলই হামাগুড়ি দেয়
পুঞ্জ পুঞ্জ অসহায় বিন্যস্ত হয়ে ওঠে
জলের আয়নায় কিছুটা প্রজ্বলিত আত্মরতি
ঘুমের ভেতর জেগে ওঠে

ফিরে আসি, ফিরে ফিরে আসি
অদ্ভুত নক্ষত্রের পাশে প্রবহমান ক্লান্তির ভেতর
আমাদের সঙ্কুচিত অভিবাদন মেঘ হয়ে ভাসে

মাটি ভালোবেসে তবু রোজ কিছুটা উদ্ভদ হয়ে উঠি…

২| অন্ধ সম্বাদ

অন্ধরা-ই শুধু অন্ধকার পোষে
বাড়ি ভর্তি অন্ধকার
ছেলেমেয়ে নাতি নাতনি
দূরে কাছে যে যেখানে থাকে
মেয়ে ও জামাই

চোখ বুজেও দেখা যায়
চোখ খুলেও দেখতে পারে সব
আলো জ্বলে না, আলো জ্বলে না
অথচ আলোর উৎসব

ঘণ্টা বাজে পাঠশালায়
ঘুমোতে যায় চাঁদ
অন্ধকার জ্যোৎস্না মেখে
ছড়ায় উল্লাস

উল্লাসে ঝরে পড়ে অন্ধ সম্বাদ….

Spread the love

You may also like...

error: Content is protected !!