ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ

কবিতার নাম:গল্প তোমার
তোমার সঙ্গে গল্প করব বলে ফালতু কাটিয়েছি
উনিশ বছর,আমি দরজা খুললে তুমি জানালা বন্ধ করো- আমার গল্পের মাঝখানেই বৃষ্টি এলো একদিন
আমি পালাবো বলে থেমে গেলাম মাঝ আকাশে
নীলকন্ঠ পাখির ঠোঁটে শেষ শব্দের সন্ধান
সাবপ্লটে সুখের কাপলেট তোমায় মনে রাখি কি করে?
আমি নিজেকে জেনেছি সংসার ভেঙে
পলাতক জীবনে আমি জানি,আমি বেঈমান
আমি আমার সঙ্গে বাঁধি ঘর,
নিজেকে না দেখার ভ্রান্তিতে তুমিই এসেছো কাছে
চলেছি কোথায়?তোমার জন্য অন্ধকারে
আমি যত আলো বলে ডাকি
দেখি সবুজ আরোও গাঢ় হতে হতে
চাপা পড়ে গেছে হাঁটার পথ
নদী ছিল,জল নেই,শুধু চর চোরাবালি
ভরানদী জল,মাঝি নেই,একা নৌকো
শুধু পাল ধরে হবে না গল্পের শেষ!
গল্পের মাঝে তুমি আর নেই
যাকে ভেবে এতদূর সে কোথায়?
কাকে ভেবে সে হারালো লেখক
কি তার খবর রেখেছে বিরহে?
তুমিও সুখের আশায় ধ্বংস দেখছ
ক্ষয় করেছ সভ্যতা
ফ্রয়েডের ভেতর রবীন্দ্রনাথ
কিংবা বুকপকেটে তোমার আঁকা নন্দলাল
বাবর দেখেনি হরপ্পা,
গান্ধী যদি এক টেবিলে অরঙ্গজেব আর শিবাজী
তোমার দেখা মিলত না।
এক প্রহরের দেখা হলো,তালগাছের সারি
বাউল এলো দোতারা ভুলে
আজকে রাতে তুমিই শোনাও
আমার লেখা বৈষ্ণবী গান
মনখারাপের ছন্দ ভেঙে কোকিল ডাকে
কুয়াশাঝরা শুকনো পাতায় মাঘের বিকাল
একলা হলেই গোপন কুঁড়ি মিলবে ডানা
গল্পে তখন পূর্ণিমা রাত
তোমার আমার কথা বলা।