অণুগল্পে তুলসী কর্মকার

যৌনতার পোস্টমর্টেম

অসভ্য গন্ধ বাতাসে। নাক সিঁটকে ছিঃ ছিঃ। লজ্জা মনে। মুখ বেঁকিয়ে। আড়চোখে। শরীর বাঁকে। সেথায় আছে। রসের পিপে। রংধেনু যে লাফিয়ে উঠে। হউক যত কানাকানি আগুন কামে জ্বলছে জানি। এটা বাংলা। শব্দের আড়ে অসভ্যতা যত। গুঁড়ো গুঁড়ো কাম উড়ছে। পরিবেশ দূষণ হবে। ভদ্রতায় তেলচিটে। ছেলেপুলে ওরাল শিখছে। দক্ষ। বিজ্ঞ। পাশ্চাত্য ধাঁচে। থাক সে কথা সেক্স কি তা বাংলায় বললে অপসংস্কৃতি। গোপন যা তাতো সবার জানা। ঠিকঠাক না হলেও চলবে যা। সন্তানদের কি করে বলি। ধুমধাম বিয়ে। বন্ধ ঘরে কামান্ধ দুটি। বাসর সাজে হচ্ছে ফুঁটি। তাল গুলিয়ে খি হারিয়ে। আর্টের নামে ঠাট ধরে যে যা পারে করুক। সমাজ তাতে সাই দিয়েছে। যৌন মৌনতা লাফিয়ে বাড়ছে।
বৈধ অবৈধের সীমা ছাড়িয়ে
মড়া কাটা ঘর অস্পষ্ট আলো থমথমে চারিদিক…
হঠাৎ শব্দ উঃ-উঃ-উঃ-আঃ-আঃ! একটি মাঝবয়সী লাশ কাটা হচ্ছে। টিং টিং রিপোর্ট বেরিয়ে আসছে। আজ্ঞে আমি পরকীয়া আসামী স্ত্রীর সাথে সুখ পায়নি। পাড়ার বৌদির সাথে মজা করেছি। ওভার…
নেক্সট
বাঁ-চা-ও-ও- রিপোর্ট আজ্ঞে ধর্ষণ করেছি। ভেবেছিলাম ঐ মেয়ের যা আছে আর কারো নেই। কিন্তু আরাম পায়নি। প্রমাণ লোপাট করতে আগুনে ঝলসে দিয়েছি। আমি খুনি। ওভার……
একটি সংসারী মেয়ে শব
ও-মা গো-ও! কেটে কুটে রিপোর্ট মহাশয় স্বামী আমার উচ্চপদস্থ কর্মচারী। আর্ট জানে না কি করি। কেবল শরীরের গরমে মরি। একটি শিশু আমার। ডিভোর্সের আবেদন করি। পেলে টাকা পাবো সখা মাকে তাই বলি। এনাফ ওভার……
একটি কলগার্ল পচা গলা
অ-অ-ও-ও- রে-এ-এ—এ রিপোর্ট আজ্ঞে আমি বেশ্যা প্রথমে টাকার ঘোরে আরাম দেওয়া নেওয়া করি তারপর শরীরে নেশা লাগে। কিন্তু কে জানতো এইচ আই ভি ধরবে। আমিও ছড়িয়েছি…… ওভার এন্ড ক্লোস দা ডোর।
রিপোর্ট শেষে মর্গে একত্রিত শব কথপোকথন শুরু করে।
শবেদের মতামত- যেথায় পরকীয়া, ধর্ষণ, অসন্তোষ, ব্যাধির ঢেউ উঠে। যেখানে মৃত্যুর কল বাতাসে নড়ে। সেখানে লাগবে যৌনতার অগ্রগতি। হউক তা অবৈধ বা বৈধ। লাগবে যৌন ভোগের মন্ত্র। এক খল এক নুড়ি। গজিয়ে উঠুক একমুখী পুরুষ। প্রয়োজনে শুরু হউক পতিদাহ প্রথা। নারী নষ্ট আর না। আমাদের হক কথা।
একটি শব চেঁচিয়ে বলে আমরা লাশ কী বা করতে পারি। ভুলে গেলে চলবে না, আমোদ আহ্লাদ সম্ভোগ জীবনের কাছে রেখে এসেছি!
হঠাৎ আবাহ নীরব হয়ে যায়…………..
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।