কবিতা সিরিজে তুলসী কর্মকার
by
TechTouch Talk
·
Published
· Updated
১| বর্ণ
কোন চুক্তিবদ্ধ আমির কাছে প্রশ্ন ছোঁড়া হল
কী রং?
শর্তসাপেক্ষ
কেন?
আমার উপরিভাগে মেলানিন তোমার রশ্মির অভ্যন্তরে থাকা
মৌলিক বর্ণগুচ্ছ গোপন বিচ্ছুরণ সম্মতিতে রঙ বদলের খেলা খেলে
২| মুখ
সমগ্র জলরাশি একমুখী হলে প্রলয় নামবে
গাছ একই ভাবে জন্ম নিলে আঁতুড় ঘর নোংরা হবে
সবকটা মুখ এক হলে সুখ লিমিটেড হয় অথবা ন্যায় অন্যায় বৃদ্ধি পায়
জীবন্ত স্বপ্নগুলোর সুখ ইচ্ছের চাবকানিতে জব্দ
ঢাক বাজা বিকেল ঘিরে হরিনাম বৃষ্টি হয়
একই রকম আর না দিনকাল বদলের হাঁকডাক শোনা যায়
পৃথিবীর মানচিত্রে আমার একটি জায়গা আছে
প্রেম সখ সাধ আহ্লাদ অভিযোগ আছে
নিদেনপক্ষে যতদিন জীবিত আছি
রেশন রাস্তা বিষ্ঠার ব্যবস্থা সরকার করে থাকেন
৩| ফিচার
নাম করা সেলুনে চুল বাঁধতে গিয়ে দেখি ভিড়
অপেক্ষা এড়িয়ে বলি পরে আসছি
অন্য কাজ সারি তারপর আবার যাই
একই ভিড়, বিরক্ত হয়ে বলি একটু ঘুরে আসি
নরম হাসিতে নাপিত ঘাড় নাড়ে
ঘণ্টা কয়েক পর ধৈর্য ও অপেক্ষা সাথে নিয়ে আবার যাই
অবাক
তখন দোকান বন্ধ হয়ে গেছে
সুন্দরীর প্রেম ঠিক এইরকম অধৈর্য আর ব্যস্ততাকে উপেক্ষা করে অন্যত্র চলে যায়
৪| দার্শনিকের উল
একটি ফাঁকা মাঠে সম্ভাব্য উপস্থিতি অনুমান করি
চুম্বকক্ষেত্র, রেডিও সিগন্যাল বিবিধ ভারতী, ডিটি এইচ, জিও নেটওয়ার্ক, স্থির তড়িৎ, আলো বাতাস, শব্দ তরঙ্গের আনাগোনা, জলীয় বাষ্পের আভাস, প্রকৃতির কারু এবং অদৃশ্য শৌখিন সূক্ষ্ম জাল
পরীক্ষা ও পর্যবেক্ষণের পর সিদ্ধান্তে উপনীত হন
রিপোর্ট প্রেস করেন বিজ্ঞানী
সন্ধ্যে নামে বাড়ির দিকে রওনা দিতে থাকি
যুক্তিবাদী নাস্তিকের সাথে দেখা জোরালো টর্চ হাতে বললেন কী দেখলি ওইখানে
আজ্ঞে উলের চাদর
যুক্তিবাদী হাসেন আর জবাব দেন
এই দেখ আমার সার্চলাইট গোটামাঠ ফাঁকা কুসংস্কারে আর ডুবে থাকিস না
টের পাই যাঁর জ্ঞান কেবলমাত্র সার্চলাইটে সীমাবদ্ধ তিনি করতে চান সমাজ সংস্কার