ক্যাফে গুচ্ছ কাব্যে তন্ময় কবিরাজ

১| বসন্ত আজ নগ্ন হয়েছে
বসন্ত আজ নগ্ন হয়েছে মনিপুরে
মৃত গাছে ঝরা পালক
আর রক্তমাখা ভ্রূণের চিৎকার-
সংসদে আজ সভা বসেছে
দেশ জিতেছে বিশ্বকাপ
দু পা এগোলে আমার বাড়ি
তবু আমার কাছে কেউ এলো না !
নীরবে জ্বলছে যে শরীর
তুমি প্যালেস্টাইন নিয়ে কথা বলো-
মনিপুরে আজ কুয়াশা ঢাকা
পড়শী এসেছে ,চাদর ছিঁড়েছে
সংবাদের শিরোনামে লেখা
গণতন্ত্র হাসছে!
২| কাঞ্চনকন্যা এক্সপ্রেস
মনখারাপের মেঘের ভেতর
আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের খবর হলো-
ঝিরঝির পাতার শব্দে
শিশির ঝরছে অবিরত
ভুটান পাহাড়ের গলিপথ ভাঙছে
মহানন্দা, তোর্সা, জলঢাকার রাস্তায়
ভেজা মাটির গন্ধে
চুপ করে বসে থাকে ময়ূর
পাখিও ভুলে যায় গান
কুয়াশার স্বরলিপিতে বিষন্নতা
পেল সুখ; স্রোতের ধারে কবিতা
লিখবে বলে শব্দ খুঁজছে সে-
আমায় নামিয়ে ট্রেন চলে গেল
কাঞ্চনকন্যা এক্সপ্রেস তিস্তা ব্রিজ পার করলো।
৩| আমি তোমায় ভালোবাসি
তুমি চলে যাবার পরে আমি এসেছি
সিগারেটের প্যাকেটে প্রজাপতি
পাহাড়ি কুয়াশার আড়ালে নিকোটিন
আমি ভালবাসি তোমায় –
অপরাধে বিশ্বাস রাখে হাত
ভুল পথ ঠিকানা রেখে যায়
ধুলোমাখা বীজ কথা বলেছে একদিন
আমি ভালবাসি তোমায়-
আমার সামনে পুরোনো বই
কার্বনে ঢেকে যাওয়া পাতা
আজ সারাদিন বৃষ্টিতে ভিজেছে ,
ভালো নেই তবু মুখে হাসি
আমি ভালবাসি তোমায় –
৪| যদি চিনতে পারো
যদি চিনতে পারো
নাম রেখো তার সুখ-
আমি তো ভাঙছি পথ
সুখের বালিশে মৃত্যু শুয়ে-
আর কটা দিন বেঁচে থেকো
সুখের ভেতর কুয়াশা তখন-
নদীর পাশে বসেছি
নৌকো রেখে মরেছে স্রোত-
আমি চিনতে পারি সুখ
হঠাৎ যেমন শিশির ঝরে গেল-