কবিতা সিরিজে তুলসী কর্মকার

১| খোঁজ

তখন বিকেল ছিল সকালের হাতে
ইতিকথা লেখা হতো ইতিহাস পাতে
লাজে রাঙা রামধনু রঙধনু সাজ
কারুকাজ মেরুতাজ সাদাকালো রাজ
খুঁজে পাই ভুল পথে নয় সে তো ভুল
ঢং সং সবই থাকা আস্ত বকুল
সাত সুরে পাত ঘুরে সাদা আঁঠা হয়
বেসুরে অসুর বল কালো পাঁঠা কয়
ঠিক নয় ভুল নয় আছে যত পথ
চলে যাই দুলে যাই মজে মনোরথ

২| সম্পাদ্য

একটি মণ্ডল আঁকা আছে
সম্পাদনা করতে হবে সম্পূর্ণ নারী দুটি মণ্ডল দ্বারা গঠিত
প্রমাণবিধি
মুখমণ্ডলে আছে
কান চোখ গাল নাক ঠোঁট দাঁত জিভ নাসারন্ধ্র মুখগহ্বর
একত্রে মায়া নামে খ্যাত
দেহমণ্ডল আকাঁ হচ্ছে
ক্রমানুসারে ওভারি স্তন লেবিয়া মেজোরা, প্রিপিউস, ক্রাস ক্লিটোরিস, বাল্ব অফ ভেস্টিবিউল, গ্ল্যান্স ক্লাইটোরিস যোনি-মূত্রপথ পায়ুছিদ্র
এসব নিয়ে তৈরি হল কায়া
হাত পা হার্ট কিডনি লিভার ফুসফুস যৌথ রাখা হলে মায়া কায়া ভিন্ন বৈশিষ্ট্যে একই উপাদান সম্পন্ন সম্পাদ্য মুখ

৩| ফরিয়াদ

অন্ধকার জুড়ে যৌনতা হানা দেয়
মধুমতীর অন্তর্বাস
দাগ দাগের মধ্যস্থতায় দীঘির আলোকপাত
এতো সুখ দেখিনি কবেও
গোলাপি পাপড়ি ডানা মেলে
এসব আমার নয়
আমার হয়
মাঝখানে ফাঁক
গোঁগানি শব্দে ভরে যায় দেশ……..

৪| চাঁদের ঘর

চাঁদের সাথে খোকার পরিচয় হয় মায়ের কোলে
দুধভাত খেতে খেতে টিপ দেওয়ার গল্প
কখনো কদম তলায় বুড়িমাসি চরকা কাটে
কখনো দুধ দুয়ে যায় আপন খেয়ালে
গায়ে লেগে থাকে ঠাণ্ডা নরম সুখ
তারপর চাঁদের পাহাড়ে যায়
সত্যির খোঁজে স্বপ্ন দেখতে থাকে কিশোর
একদিন হীরের কথা ভুলে যায়
একদিন প্রেম দুয়ারে টোকা মারে
একদিন চাঁদ আর চাঁদনি রাতে নারীর ছোঁয়া
একদিন খিদের চোটে চাঁদকে খায়
একদিন শোভা দেখতে দেখতে দেহ মন পৃথক হয়

৫| রসায়ন কলা

সোডিয়ামের চরিত্র উল্লেখ করলে
সক্রিয়
পরোপকারী
তীব্র বিজারক
স্বতন্ত্র নয়
আবদ্ধ কলায় জটিল সরল যুগ্ম
মায়া টানে প্রশম সল্ট গঠন করে
যা থেকে সোডিয়ামকে বের করে আনা কষ্টকর
এ সকল বৈশিষ্ট্য নারীতে ব্যাপৃত আছে…….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।