কবিতা সিরিজে তুলসী কর্মকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| প্রযুক্তি
গীটার বংশরক্ষা আত্মরক্ষা কথোপকথন অক্ষম
সৃষ্টিকর্তা রক্ষাকর্তা বাজিয়ে, তিন প্রভু
যাঁদের বর্তমান উদ্দেশ্য যথাক্রমে ব্যবসা, সখ ও কৃতিত্ব
প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ নিজে নিজের অটোঈশ্বর,
একে অপরের সৃষ্টি ধ্বংস বা রক্ষাকারী
মন্দির মসজিদ গির্জা বিজ্ঞানমঞ্চে প্রতিনিয়ত খোঁজ চলছে
কে কেন এবং কোথায়
লুকিয়ে রেখেছে মানব সৃষ্টির সয়ংক্রিয় প্রযুক্তি
২| প্রস্তুতি
তোমাকে ঘিরে কল্পনা দানা বাঁধে
ইচ্ছেরা সাহসী হয়
যোগ্যতার পিক্সেল সাজাতে থাকে সীমা
অনুভবী হও
ভার্চুয়াল নৌকা চড়ে আলিঙ্গন করি
স্বপ্ন দেখতে থাকো অস্থির হলে রূপের বাস্তব দেখবো
৩| গ্রাফিক্স
ভূপৃষ্ঠে আয়োজিত আর্ট ক্লাস
একটি আমি ছবি আঁকে
বিষয় – পৃথিবীর মানচিত্র
উপকরণঃ- নরম ভেলভেট
আঠা
বেশকিছু দেশলাইকাঠি
যার
প্রতিটি মাথায় দিন আছে রাত হয়ে
৪| আঁধার
অন্ধকার কালো নয়
আলোর ধ্বংসাবশেষ
কোন সুবিশাল ছায়া
অথবা অস্তিত্বের অবগতি
মনের মধ্যে থাকা
ভারাক্রান্ত আয়ন
সভ্যতা ঢাকা মাতৃগর্ভ
নীল ফুল লাল আলোতে
বা এলোমেলো রঙ মিশেল
ব্যক্তি বস্তু সমান তাকে রাখা
আকার ও বর্ণ ভ্যানিশ দৈত্য
একটি ঘুমের দেশ
নিরাকার নিরবিচ্ছিন্ন আভাস