কবিতায় তুলসী কর্মকার

১। লেলিহান
চিরাচরিত প্রথায় সন্ধ্যে নেমে এলো
ঝাঁট দেওয়া হয়েছে ক্ষণিক আগে
কাপড় বদল করলেন মা
তামার ঘটিতে ভরলেন জল
সংগ্রহ করলেন দু একটা তাজা ফুল অল্প কিছু দূর্বা
চৌকাঠে ছিটিয়ে দিলেন জল
কার্পাস তুলো নিয়ে পাকালেন সলতে
ঘি তেল দিয়ে সাজালেন প্রদীপ
হাতে চারটি ধূপ
ঘরে সাজিয়ে রাখা পিতলের লক্ষী নারায়ণ ঘট আমশাখা রাধাকৃষ্ণ ইত্যাদি
গলায় কাপড় দিয়ে সেখানে প্রদীপ জ্বালালেন
ধূপ জ্বালালেন
তামার রেকাবিতে গোটাকয়েক নকুলদানা রাখলেন
ঘটে দিলেন জল ফুল দূর্বা
প্রণাম করলেন
তারপর
চাল ধোয়া ধুচুনির ভেতর রাখলেন প্রদীপ
ধুচুনির ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ধরে আলো বেরিয়ে পড়ল
তুলসী তলায় সন্ধ্যে দেখালেন
গলায় কাপড় দিয়ে মাথা মাটিতে স্পর্শ করে প্রণাম করলেন
নিরাপদ জায়গায় একটি ধূপ পুঁতে দিলেন
হামার বিষ্ণু মন্দিরে একই পদ্ধতি প্রয়োগ করলেন
তারপর আবার সন্ধ্যাপ্রদীপটি লক্ষী নারায়ণের কাছে উন্মুক্ত করে রাখলেন
প্রদীপ তখন দাউদাউ করে জ্বলছে
আবার প্রণাম করলেন
শাঁখ বাজালেন তিনবার
জল দিয়ে ধুয়ে শাঁখ-দানীতে রাখলে শাঁখ
আমার এবং বোনের জিভে তখন জল
আনন্দে হাত বাড়িয়ে দিলাম
ভোগ বিলিয়ে দিলেন মা…….