কাব্য কথায় তনিমা হাজরা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অণুকবিতা Series ৬
(১)
হাস্যকর দেখে ইতিহাসে লেখা
কান্না এবং ঘাম,অবশেষে রক্তেই ফিরে এলাম।।
(২)
বহুব্যবহৃত এই মুখে
মুখোশবাদও একটা
পরিবর্তন।।
(৩)
হৃদয় নিয়ে গেছে
কাঠঠোকরায়, সে এখন নরম
মাংসে পেট ভরায়।।
(৪)
মানুষ সব দ্যাখে, সব বোঝে,
তারপরও ইঁদুরের মতো
স্বার্থরন্ধ্র খোঁজে।।
(৫)
বাতাস উড়িয়ে দিও না আমার চুল,
ঠাকুমা আমার চিরুনি চালিয়ে গুছিয়ে দিয়েছে সব এলোমেলো কৈশোর ভুল।।
(৬)
সূর্যালোক আর শিশির
কি করে একসাথে পাবে, একটি বাঁচলে
অন্যটি তো মরে যাবে।।
(৭)
অক্ষর নৈবেদ্য আর পাঠক ঈশ্বর,
আত্মবোধে
অর্চনা করি নিরন্তর।।
(৮)
রামধনু মানে
বৃদ্ধ বৃষ্টির গায়ে
যুবক সাতটি রঙ।।
(৯)
শূন্য দান শূন্য নয়, শ্বাস বায়ু পূর্ণ রয়,
যে বোঝে সে জানে তীব্র শ্বাস আঘ্রাণে
প্রতি পল তাই বাঁচে, নেই ছায়া সেই কাঁচে।।
(১০)
লিখছি শ্লোক, মুছছি শ্লোক, লিখছি শ্লোক, পুষ্প হোক, পুষ্প হোক
চাইছি শব পুষ্প হোক।।