কবিতায় ত্রিদিবেশ দে
একজন থাকুক
কেউ একজন থাকুক
যে হাজার ঝগড়া করবে
আবার মান, অভিমানও করবে
তবুও সাথে থাকুক।
কেউ একজন থাকুক
যে ভুল করলে বকবে,
আবার রাগ করলেও কথা বলবে
তবুও সাথে থাকুক।
কেউ একজন থাকুক
যে মারামারি করবে
আর তুমুল গালাগালি করবে
তবুও সাথে থাকুক।
কেউ একজন থাকুক
যে রাগ ভাঙাবে
আবার আদর ও করবে
তবুও সাথে থাকুক।
কেউ একজন থাকুক
যে কখনো ছেড়ে যাবেনা
আবার কোনো দিনও দূরে থাকবেনা
তবুও সাথে থাকুক।
কেউ একজন থাকুক
যে জোনাকির আলোয় প্রেমও করবে
আবার অসম্ভব ভালোবাসবে
তবুও সাথে থাকুক।