কবিতায় তাপস দাস

হঠাৎ এখন বৃষ্টি এলে
ভিজবে মনের গাছপালারা
অতর্কিতে…
গানের ঘরে মেঘমল্লার
বেসুর বাঁধা তানপুরাটা
বিলম্বিতে।
এখন হঠাৎ বৃষ্টি এলে
ছাদের ওপর ওড়না তোমার
আধ-শুকনো…
বুকের ভিতর সদ্য ফোটা
স্বপ্ন-কুঁড়ি, আধো-আলোয়
ঘুম জড়ানো।
বৃষ্টি এলে এখন হঠাৎ
অফিস টাইম আটটা নটা
কী ব্যস্ততা…
উড়িয়ে দেওয়া আলতো চুমু
হাত বাড়িয়ে ধরতে চাওয়া!
উড়লো ছাতা।
হঠাৎ এখন বৃষ্টি এলে
ব্যালকনিতে ঝরা বকুল
তোমার হাতে…
মন উদাসী মাতাল হাওয়া,
ছুটে আসা বৃষ্টি ফোঁটায়
চিত্ত মাতে।
এখন হঠাৎ বৃষ্টি এলে
উঠোন জুড়ে পাখির সাথে
নাচবে তুমি…
আমি তখন অনেক দূরে
শাল-পিয়ালের অন্ধকারে
নিরাই জমি।
বৃষ্টি এলে এখন হঠাৎ
হাওয়ার স্পর্শে মনে পড়ে
গভীর ছোঁয়া…
এলোমেলো ভাবনা এমন
বাউণ্ডুলে স্বপ্ন যেন
নাগাল পাওয়া।
আবহাওয়াতে খবর ছিল
উঠবে হাওয়া এলোমেলো,
হালকা বারিশ…
এখন যদি, না আসে সে…
স্বপ্নগুলো পড়বে খসে
কার কাছে আর করবো নালিশ!
আবহাওয়ায় খবর ছিল
হালকা বারিশ!