ভালো রাস্তার ঠিকানা
আড়ালটাও আশ্চর্য শিল্প হতে হবে
না হলে, পৃথিবীর সব চরিত্রহীন ঘরে
ঝুঁকি নিয়ে খেলতে গেলেই
বোকার মতো ধরা পড়ে যাবে।
সম্পর্ক বন্ধুত্ব বিশ্বাস
সযত্নে সাজিয়ে রাখা ভালো
বেশি নাড়াচাড়া কি দরকার।
জোর কোরো না, বরং অনুমতি নিয়ে
সাহসী হ’লে গোপনে, তোলা থাক সাবধানে
অন্ধ কুসংস্কার।
দু চার লাইনের পর সেই বিছানা, বাকি পাতা সাদা
যতই বিজ্ঞাপন করোনা কেন
নিজস্ব ভাষা খুঁজে নেবে এমন কলম, সত্যিই আলাদা।
ভালোবাসার দাবী, লোকে যাই বলুক
দিনে দিনে বাড়ে, অনেকটাই তুমি জানো
কারণে অকারণে কৈফিয়ত জবাবদিহি
পুঁথিপত্রে যাই হোক, তোমারই করানো।
রাস্তা আসলে একটাই
বাইলেন সরু গলি এটা ওটা
আদর ক’রে নানারকম নামে লোকে ডাকে।
দুর্নামের ভাগে শুধু একাই বারোটা
গণ্ডগোল তো …
যে কোন সময়েই লেগে থাকে।