T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় তপতী চ্যাটার্জ্জী

উমা
কৈলাসেতে বসে আছেন ভোলা মহেশ্বর,
উমা এসে কেঁদে পড়েন ভোলার কোলের’পর।
ভোলা বলেন,কাঁদো কেন ওগো উমা সুন্দরী,
উমা বলেন, বাপের বাড়ি যেতে নাহি পারি।
বছর কালে বাপের বাড়ি একবারই তো যাই,
তোমার এই সংসারের লাগি সেটুকুও না পাই।
চারটি করে সন্তান মোর – নন্দী ভৃঙ্গী আরো-
বছর কালে চারটি দিন ও সামলাতে না পারো?
ভোলা বলেন চারটি দিন যাওনা বাপের বাড়ি, এইটুকু তো সংসার আর এটুকু কাজ ভারি-
নন্দী ভৃঙ্গী আমি মিলে সামলে নেব সব-
যাও গো উমা বাপের বাড়ি করো মহোৎসব।
উমা তখন আকাশ রথে চলেন বাপের বাড়ি,
লক্ষ্মী,সরো,কাতু,গণশা
পুত্র কন্যা চারি।
ড্যাম কুরা কুর বাদ্যি বাজে আগমনীর সুরে –
উমা আসেন বাপের বাড়ি – আসেন দক্ষপুরে।