|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় তুলোশী চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বীর স্বাধীনতা সংগ্রামীগণ
হে আমার ভারত মায়ের
সমস্ত বীর সন্তান
দেশকে স্বাধীন করতে
দিয়েছো যারা আত্মবলিদান
স্বাধীনতা দিবসে আজ
তোমাদের জানাই
শতকোটি প্রনাম,
হে বীর বীরাঙ্গনা
স্বাধীনতা সংগ্রামীগণ
শ্রদ্ধাঞ্জলী দিয়ে
করছি তোমাদের স্মরণ,
সর্বপ্রথম প্রনাম তোমায়
বীর সুভাষ
মোদের প্রাণের নেতা
তোমার কারনেই হটলো ব্রিটিশ
উড়লো ভারতে
ত্রিবর্ণ বিজয় পতাকা,
ক্ষুদিরাম-প্রফুল্ল চাকি-বাঘা যতীন,
রাজগুরু–শুকদের -ভগৎ সিং,
বিনয় বাদল দিনেশ,মঙ্গল পান্ডে,
গান্ধীজী,সূর্য সেন বটুকেশ্বর
আরো আরো যত আছো
সহস্র সহস্র বীরবর,
বীরাঙ্গণা প্রীতিলতা,মাতঙ্গিনী,লক্ষ্মী বাঈ
সকলকে নতমস্তকে শ্রদ্ধাঞ্জলী জানাই।