সাতে পাঁচে কবিতায় তন্দ্রা ভট্টাচার্য্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আবারও ফিরতে হবে
আমার চেনা ভুবনে অচিন পাখি
তোমার নিমিত্ত যে প্রেম রাখি তুমি কী জানো তার রং? সীমানা পেরোলেও নিয়ম একই থাকে।যেভাবে মাথা চালিত করে দেহ কে।সুখ ছিঁড়ে ফেলি লৌহ সাহসে। তারপর জল কেটে কেটে আমরা সাঁতার কাটি।ভরা কোটালে পাড়ে বসে উলঙ্গ রূপ দেখি।
মৃত মানুষের আত্মা অতীত জড়ানো কথা।সব নিষ্প্রাণ গল্প কলাপাতার মতো হাওয়ায় দোলে।দেখি মুখ তুলে প্রমিক এল বলে।প্রেম কোথায়? সব হাওয়া ভরা ম্যাজিক নবীন সূর্যের সীমানায়। সীমান্ত রাগে সিঁদুর আলুথালু চুল।
আঁচল লুটাতে লুটাতে অষ্টাদশী ফিরে যায়।
চাঁদের কলঙ্ক আঁকা মেয়েদের দু চোখ।
অলস ভোরের ঘুম ফোটা ফুলের গন্ধ সখা চিনে নেয়। গোপন মিলন শেষে আবার ফিরে এসে বসি নদীর পাড়ে। মন নিয়ে গেছে সে তবু শরীর শিল্প করে এখানে।