কবিতায় বলরুমে তানিয়া ব্যানার্জী

আর্জি
জং পড়া ঘুঙুর আর ক্ষয়ে যাওয়া বাটা স্যান্ডেল খানি খুলে রাখে যারা!
যারা সন্যাসে ব্রতী হয়,
যারা মাটি তুলে রাখে বাঙ্কের গায়ে,
কালো মেঘ আর রামধনু সমার্থক হয় যে আকাশে!
কোষে কোষে গড়ে ওঠে বৌদ্ধমঠ যে শরীরে!
..তাদের ঝুলিতে দাঁড়িপাল্লা আর আঙুল না দিয়ে বরং,
আয়নার গায়ে লেগে থাকা আলোর প্রতিসরণ ছুঁড়ে দিও,
.. দেখো, নতুন আধার কার্ডে তোমার নাম হবে হরিশ্চন্দ্র।