কবিতায় বলরুমে তুষার আহাসান

সুখস্নান

কোথায় কী বলেছি এখন আর বলতে পারি না
শেষ কবে দেখেছি মাছরাঙা
শুনেছি দোয়েলের শীষ?
এখন দেখছি মানুষের বিষ
মুখোশে-খোলসে ছয়লাপ নদী
বৈঠা নড়ে ছায়াপথ অবধি
সুখস্নান করি কোন জলে?
মানুষ যখন মানুষের কথা বলে।

তুষার আহাসান
রামপুরহাট-বীরভূম

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।