ভানুমতীর সাজে -তে সোমা চট্টোপাধ্যায় রূপম

আপনিও রূপসী ২

সাামনেই মহালয়া। চারদিকে এই বিশ্রী অবস্থার মধ্যেও কাশফুল ফুটছে বেশ রমরমিয়ে আর তার মাঝেই চলে আসছে বেশ একটা পুজো পুজো ভাব। এই মহালয়ায় আমাদের অনেকেরই বিভিন্ন অনুষ্ঠান থেকছে বাড়িতে কিংবা মিডিয়াতে। আজ বলবো সেরকম কিছু সাজকথা।
এই গরমের আবহে বেছে নিই অ্যাপেল রেড রঙের শাড়ি ।
এই রং ভীষন স্বস্তিকর হয় গরম কালে এবং আপনার ব্যক্তিত্ব্য ফুটিয়ে তুলতে বেশ কিছুটা সাহায্যকারী।

যদি ঘরোয়া কোনো ছোটো অনুষ্ঠান থাকে তবে অ্যাপেল রেড জামদানী বা লিনেন বা সফট কোনো সিল্ক। জামদানী শাড়িটি পরুন আটপৌরে করে সাথে হালকা একটা চোকার ও লম্বা একটা বকুল চেন। সামনে সিঁথি করে চুল আলতো করে ক্লিপিং করুন, কান সেজে উঠুক বড় কানাপাশায়। লাইট মেকাপ, চোখে গাঢ় কাজল আর কপালে পরুন বড় লাল টিপ, হাতে মোটা কঙ্কন।
সিল্ক বা লিনেন পরলে নরম্যাল ভাঁজে স্লিভলেস ব্ল্যাক বা সিলভার ব্লাউজ দিয়ে। ন্যুড মেকাপ আর খোলা চুল রাখুন, লিপস্টিক হোক গাঢ়। কানে বড় দুল, হাতে সিলভার ওয়ান পিস – ব্যাস আপনিও অনন্যা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।