কবিতায় পদ্মা-যমুনা তে শব্দচাষী উইলসন

আরও একটি পাপ করবো আমি

লক্ষ কোটি পাপের ভিড়ে
আর একটি পাপ করবো আমি- তোমায় ভালোবেসে!
যে পাপের অন্ত সীমায়,
ধর্মের বৈষম্যে বিভক্ত করে মানব সম্প্রদায়,
ভালোবাসার নামে করে নির্যাতন র্নিদ্বিধায়;
সেই পাপ করবো আমি,
আর একটিবার, তোমায় ভালোবেসে!
যে সমাজ-সংসার, বৈষম্যের বেড়াজালে
নৃশংসতায় হত্যা করতে চায় ভালোবাসার সত্তাকে –
অসহনীয় যন্ত্রণা ভোগে আর নির্মম অত্যাচারে;
সেই পাপে পাপিষ্ঠ হবো- শুধু তোমায় ভালোবেসে!
যে প্রেম স্বর্গ হতে জন্ম নিয়ে ভূমিষ্ঠ হয় মর্তে;
মানব সমাজ ধর্মের ভেদাভেদে
ভূষিত করে তারে পাপপ্রবণে,
এই কি তবে ধর্মের ধরন, শুধুই করে বিভক্তিকরণ?
তবে কেন খোঁজ কারন, দিয়ে ভালোবাসার বারণ!
জন্ম নিয়েছি বে-ধর্মীর ঘরে
তাই কি কাঁদতে হবে আজীবন ধরে?
রক্ত মাংস পিন্ডে গড়া একই অবয়বে
জন্ম নিয়ে তবু কেন মানুষ দিশেহারা ভ্রান্ত অর্নিবাণে?
ভালোবাসার নাম’কে যারা আখ্যা দিয়েছে পাপ
আমি সেই পাপ করবো বারংবার-
শুধু তোমায় ভালোবেসে!
কেন অমরত্ব পাবো না ভালোবাসা এ পৃথিবীর বুকে?
ভালোবাসার অধিকার কেঁড়ে নিয়ে
যারা বাঁধে সামাজ-ধর্মের নিয়মের কারাগারে
ছন্নছাড়া করতে পবিত্র ভলোবাসারে,
ধিক্কার তাদের;
ভালোবাসাকে পরিণত করেছে যারা পাপে,
আমি সেই পাপ করবো-
লক্ষ কোটি বার শুধু তোমায় ভালোবেসে!
আরও একটি পাপ করবো আমি,
লক্ষ্য কোটি পাপের ভিড়ে- শুধু তোমায় ভালোবাসে!!
Spread the love

You may also like...

error: Content is protected !!