কবিতায় শঙ্কর তালুকদার

ক্রোধ
ক্রোধ বলে
ক্রোধ বড় সর্বনেশে
উদ্বাস্তুর ন্যায় বাসা
যত্র তত্র বেশে।
রক্তচাপ বেড়ে চলে
নাই কোনও ক্ষোভ
মই হাতে দেখি
কতটা নির্বোধ।
বালকের ক্রোধ
মিথ্যে আবেগে,
সাধারণের ক্রোধ
খাদের কিনারে,
সমাজের মাথা
ক্রোধ ভালবাসে
খেলার ছলে ক্রোধ
মিটিমিটি হাসে।
লাল ক্রোধ বিষময়
হার্টের পাশে
কালো ক্রোধ খোঁজে
কে বিপাকে।
নীল ক্রোধ ছুরি নিয়ে
প্রতিশোধে মাতে
সাদা ক্রোধ সদা
মৃত্যুরে ডাকে।
ক্রোধ বলে
ক্রোধ জ্বালাবি কত
সমাজের কাছে
রোজ অপমানিত।
ঠান্ডা হয়ে বস
নে দুই ছিলি পান
একবারও ভেবেছিস
তোর পরিণাম।