।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শ্যাম সুন্দর মন্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বোল্ড আউট
বেশ বোঝা যায়
তোমার গরিমা অকালবোধন নয়।
সাজিয়েছো যতনে।
তোমার ইনিংস পূর্ণ শুধু চার ছয়ে
নেই হামাগুড়ি তাতে।
প্রতিটি বাউন্ডারি কামড় হাঁকায়
অবুঝ সবুজের অসামাজিক স্তনে।
যোগ্য জবাবই দিচ্ছো বটে !
তোমার মহিমা প্রশংসাযোগ্য
গালারিতে ওঠে হাততালি।
একটা বল যখন ভাইরাস তোমার স্ট্যাম্পে
এবার কি মানুষ তোমার ব্যাটে ফুটবে বাউন্ডারি ?
সোরিয়াসিস
ভাইরাস তোমায় কোনদিনই আক্রমন করেনি।
ইতিহাস অন্ততঃ সেকথাই জানে।
পরজীবি খিদে ও ভাগের হিসেব তোমার শরীরে যেন আবহমান ঘূণপোকা
বখরা বুঝে নিতে ভালোবাসার কৌপিন পরে তোমায় তুলে রেখেছে ভোগের থালায়
ফর্সা ঘুণপোকারা দখল করে রেখেছে তোমার বুক, মুখ আর মাথা
শ্যাম উজ্জ্বল রঙেররা জড়ো করে রেখেছে তোমার দুহাত
মেটে পোকারা তোমার পায়ে জড়ো করছে মাটি,জল,আলো, বায়ু মেশানো তাদের লালা
এটুকুতেই তুমি বেঁচে আছো সমাজ।
ক্ষতটা তোমার চামড়ায় নয়,
তোমার বুকে, তোমার মনে,তোমার বাহুতে।
পেয়ালাতে আগুন ভরে আকণ্ঠ পান করে জেগে ওঠ সমাজ
ফিনিক্সের মতো ঘুণপোকা বিহীন শরীরে।