• Uncategorized
  • 0

|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || সুমিতা সরকার ঘোষ

রঙে রাঙানো

রং তো প্রতিটি মানুষের জীবনে লাগে
প্রতিক্ষন, প্রতিদিনই,
মনের অলক্ষে যে রং লাগে,
আমরা কি তাকে চিনি।
শুধু বসন্তেই কেন?
প্রতি ঋতুতেই রংয়ের আয়োজন।
গ্রীষ্মে উষ্ণতার রং, বর্ষার বৃষ্টি স্নাত রং,
শরতে শারদীয়া রঙ,
হেমন্তের শিশিরের রং।
শীতে শিশির, কুয়াশার রঙ,
প্রতিদিন প্রতিনিয়ত রংয়ের খোঁজ,
রংয়ের প্রয়োজন।
সারা জীবনের বিভিন্ন রঙই,
জীবনকে করে নিয়ন্ত্রিত,
কোথাও অস্পষ্ট, কোথাও পূর্নমাত্রা,
রঙের আবেশেই জীবন পরিবেষ্টিত।
যে সবেমাত্র হারিয়েছে রং,
বিধবার সাদা থান??
সেখানে রংয়ের প্রবেশ বুঝি বন্ধ?
কিভাবে রাঙানো হবে? তার জীবন?
সেখানেও তো রংয়ের খোঁজ প্রতিনিয়ত
কিম্বা আমরা দৃষ্টি দানে অন্ধ??
তবে কেন বসন্তের রং নিয়ে এত মাতামাতি? উত্তেজনা? বিতর্ক, ঢং?
সারা জীবন জুড়েই তো তার নিত্য যাতায়াত,
আকাশ,বাতাস,নদী,পর্বত, মানব জীবনের প্রতিটি কোনায় কোনায়,
প্রতিটি পর্বে, অনুতে, পরমানুতে,
জটিলে, সরলে, ধাঁধায়, প্রবেশে, অপ্রবেশে একটাই প্রসঙ্গ নানা রংয়ের,
অনস্বীকার্য ” রং “
রং দিয়েই জীবন শুরু রং দিয়েই শেষ,
রংয়েই মোড়া গোটা প্রকৃতি,
রংয়েই পরিব্যপ্তি, আবেশ।
রংয়েই রাঙিয়ে দাও
এ প্রান্ত থেকে ও প্রান্ত,
রঙে মোড়ানো আকাশ, বাতাস, অন্তরীক্ষ, রং দিয়েই শিক্ষা।
রং শেষে সবই বিবর্ন, আসলে, নকলে,
পার্থক্য, রংয়েই শুরু, রঙেই নাও জীবনের দীক্ষা………….!!!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।