হৈচৈ কবিতায় শ্রাবণী সেনগুপ্ত

আজগুবি


কি বলিস ভাইরে!
হয় নাকি তাই রে?
বাঘ থাকে জলেতে
আর কুমিরের বাস ডাঙাতে?
হ্যাঁ গো দাদা-সত্যি বলছি
দার্জিলিং এ গিয়ে দেখি-
তিস্তা নদীতে ভাসছে বাঘ-
আর পাহাড় চূড়ায় কুমিরের ডাক।
ছিপ দিয়ে সব বাঘ ধরছে-
খপাখপ খাঁচায় পুরছে।
বাপরে বাপ্ কি লম্ফঝম্প !
দেখেই হবে হৃদকম্প।
আর পাহাড়ে যেই উঠেছ,
কুমিরের তাড়া খেয়েছ।
সত্যি যদি দেখতে চাও,
দার্জিলিংএ চলে যাও।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।