T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় শম্পা সামন্ত

আবার যদি আসি ফিরে
এই সব অপেক্ষা শুধু তোমারই জন্য মেয়ে।
দুর্বার গতি তোমাকে মানায় না।
পা টিপে চলো, মুখ টিপে হাসো।
ততদিন বন্ধ রাখো চোখ।
ততদিন বন্ধ হোক কথা
নিস্প্রভ প্রবঞ্চকের মতো নির্বাক হতে শেখো।
এই নাও নস্যি একটিপ। আর বেগুনী আফিম বটিকা।
প্রস্থান করো এক্ষুনি। সেবন করো ততদিন , যতদিন যৌবন বেঁধে রাখা যায়।
ততদিন বক্ষবন্ধনী রেখো।
আর চিন্তার উন্মেষ গুলি ঘুম পাড়িয়ে রেখো যতদিন তোমার ঝুঁটি বেঁধে রাখি ঢেউ এর খুঁটোয়।
এত বাচালপনা তোমাকে মানায় না মেয়ে।
পঞ্চপাণ্ডব তোমাকে বরণ করে নিলে একটি একটি রাত তাদের অঙ্কশায়িত প্রত্যয় তুলে রেখো তোরঙ্গের ভিতর।
আমি কর্ণ।সুদর্শন মেয়ে। কৃষ্ণা দ্রৌপদী তুমি। যুদ্ধে আমি শত্রুর নিদান। কবচ কুণ্ডল ডুবিয়ে রেখেছি দেখ অন্ধকার কুপের ভিতর।
আবার বসন্ত এনে দিক মধুমাস। ত্ততদিন অঙ্ক শায়িনী হয়ে রক্ষা কোরো সতীর জীবন।