কবিতায় সুশান্ত সাহা

সংঘাত

হাসি শুধু শুধু হাসি,পেট ফাঁটানো হাসি
না খেতে পাওয়া মানুষ গুলো
আজ গল্প হওয়া বাসি।
সারি-সারি পুকুর আর দিঘী
সবুজে-সবুজে ভরা তাল গাছ
কানে-কানে বলি তবে আয়
না খেতে পাওয়া গন্ধ কি আর পাস…?
ভুলে যা সব তবে,পাঠশালাতে পড়েছিস যা
দেখবি কেমন বাসি পচা গল্প গুলো
রক্ত ঘামে এক-সা,

ভুলে যা,যা ভুলে,বলছিনে তুলে রাখ সব
জেলখানা-ফাঁসি কাঠে গেয়েছে যারা গান
শুনিস খানিক ওদের কলরব।
তুই শুধু তোর জন‍্যই জানি
কতটুকু তোর বুঝে নিস খালি-
স্বপ্ন তোর হয়েছে টুকরো ফালি-ফালি
দাউ-দাউ আগুনে পুড়ছে অধিকার তোর,সবই এজমালি-।
স্বভাবে-স্বভাবে বাড়ছে সংঘাত
বন্ধ কফিনে ঘুমহীন কত রাত,
তোর জন‍্যই তোকে লড়তে হবে এখন
সরাতে-সরাতে লোভের করাত….

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।