এলাটিন – বেলাটিন কবিতায় শঙ্কর সাহা
by
·
Published
· Updated
মানব মননে
“বাবরের প্রার্থণা” য়-
হুমায়ূন জীবন ফিরে পেয়েছিল।
তোমার প্রার্থণায়-
মানুষ জাগরিত হয়েছিল।
তোমার অবসানে-
করোনা বিদায় নিলে,
মানুষ পাবে মুক্তি-
এটাই কি সঙ্গে নিয়ে গেলে?
সাহিত্য-কবিতার মহান শক্তি,
মুখ ঢেকে দেয় নি বিঙ্গাপনে।
দান করে গেছো; যা কিছু পেয়েছো,
অকাতরে জনগণে।
কতটুকু দিয়েছি?
কেবলই নিয়েছি দু’হাত ভরে-
থেকে গেলে ভোরের আলোয়
আর মানবের অন্তরে।
আছে “ঙ্গানপীঠ”
পড়ে আছে “পদ্মভূষণ”।
তার থেকেও যা বেশি আছে-
তা আমাদের মানব মন।
শেষ বেলায়-
দিয়ে যাও আশীর্বাদ।
মানুষ মানুষ-ই,
নেই আর কোন মতবাদ।
(কবি শঙ্খ ঘোষের সঙখ্যার জন্য)