সম্পাদকীয়

টেক টাচ টকের হইচই নিয়ে এলাম আবার। এখানে এসে, সম্পাদকীয় লিখতে বসে কী লিখব ভেবে পাই না। শব্দ খুঁজি। সম্পাদকের কাজ তো লেখা নয়, পত্রিকাটি যথাযথ রূপে প্রকাশ করাতেই সম্পাদকের আনন্দ। সেই আনন্দ পেতে এবং ভাগ করতেই এখানে আসা। এখানে লিখবেন এবং পড়বেন আপনারা সবাই। আমি খুঁটিনাটি দেখব, ভুলত্রুটি সংশোধন করার চেষ্টা করব, আর পড়ব তো নিশ্চই। এমনিতেই লেখক হিসেবে বেশি লেখার দুর্নাম আমার আছে। তাই এখানে আর ভার বাড়াতে চাই না।
কাল, অর্থাৎ সোমবার আমাদের পত্রিকার একশোতম দিন। আমরা বেড়ে উঠছি তরতর করে। আপনাদের সঙ্গ আমাদের পাথেয়। লেখা পাঠান techtouchtalk@gmail.com এ। পড়তে থাকুন হইচই।
                                                                                                   ধন্যবাদান্তে-
                                                                                                            তুষ্টি ভট্টাচার্য
Spread the love

You may also like...

error: Content is protected !!