কবিতায় শুভাশিস সাহু

হে পৃথিবীর সেবিকা!
আমি ক্রমশ খুঁজে যাচ্ছি তোমাকে।
কোথায় পাব তোমাকে?
এখনও আমি খুঁজে যাচ্ছি তোমাকে;
তারায় তারায়,
সমুদ্রে সমুদ্রে।
পাব বলে পথের দিকে পা
বাড়াই। খুঁজেছি অনেক সন্ধ্যা,
অনেক রাত্রি,
অনেক হাজার বছর তোমাকে।
সেই অমৃত ভালবাসা
পাব বলে আমি ডাক
দিয়ে যাই।
আমি পথের দুধারে গলা
ফাটাই, তুমি কি শুনতে পাওনা?
হে প্রেমিকা!
হে পৃথিবীর সেবিকা!