ভাগ্যিস মানুষ নয় কবিতাকে ভালোবেসে ছিলাম
তাই তো শব্দ দুমড়ে মুচড়ে যত খুশি ইচ্ছে মত
তাদের নাড়ি ঘাঁটি
ইচ্ছে মতন অভিশাপ দিই
জড়িয়ে ধরে ভালোবাসি
কখনো আদরে আদরে ভরিয়ে দিই কবিতার নরম শরীর
কখনো তুচ্ছতাচ্ছিল্যে স্পর্শ করিনা কয়েক যুগ
কর্কশ কন্ঠে উচ্চস্বরে ভর্ৎসনা করলে দেখি
সে মিটিমিটি হাসে
আবার পরক্ষণেই ক্ষমা চাইলেই দুইহাত বাড়িয়ে জড়িয়ে ধরে
কোনো রাগ নেই অভিমান নেই নেই ঘৃণা স্বার্থপরতা
নেই আত্মশ্লাঘা
নেই আত্মগরিমা
নেই অপরকে ছোট করে নিজে বড় হতে চাওয়ার গোপন ইচ্ছে
নেই অহংকার ও
মাঝে মাঝে নিজেই নিজের পিঠ চাপড়াই
ভাগ্যিস মানুষ নয় কবিতাকে ভালোবাসেছিলাম
তাই আমার প্রেম অমর প্রেম হতে পারলো
কোনো অহংকারী মানুষ ছাড়াই।