শালি ধানের চিড়ার লোভে এই গঞ্জদেশে এসেছি
বিন্নি ধানের খই ছড়িয়ে পাখিদের ডেকে আনছি
আলপথ আর ঝাড় ঝোপে পড়ে থাকছে এন্টি এজিং
ক্রিম
পুরোন ছবিতে সেই কবেকার রোদ ও হাওয়া
মানুষের ঘুম কমে গেলে
মানুষের কান্না শুকিয়ে গেলে
পাখি আর বেড়ালের খুব খিদে পায়
মাঠে মাঠে নেমে আসে আস্ত একটা টাউন
ক্লাব
নারীর চোখে ছায়া ঘনিয়ে এলে
আঙুল থেকে আংটি খসে গেলে
হাত থেকে হাতঘড়ি খুলে গেলে
পরিচালক মন দিয়ে চিত্রনাট্য লিখতে শুরু
করেন
কালো পোশাক পরে আমরা জন্মদিনের উৎসবে
যাই
সমস্ত রাত জুড়ে নৌকোডুবির গল্প।
গল্পে পাশ ফেরা নদীর হাহাকার।
কপালে চুল উড়ে এলে
অনেকেই তুলি দিয়ে আঁকতে শুরু করেন
ভুরু
দোয়েল ও কাকের সাথে আমাদের সখ্যতা নেই
কুপির আলো নিভে এলে।
উদ্বাস্তু কলোনিতে হরিণ ঢুকে পড়লে।
সাবানের ফেনা বিজ্ঞাপনে উড়ে এলে।
আমরা থাবা ও নখের আড়ালে লুকোচুরি
খেলতে শুরু করি