কবিতায় সুশান্ত সাহা

রবীন্দ্র গানে

হাটে-মাঠে-ঘাটে,এখনও নিশ্চিন্তে যারা হাঁটে
ঘুমের পাহাড় নাকি দেয় এসে ধরা
দুচোখ ভরে রাতে।
চেয়ে-চেয়ে দেখি ঘুমের পাহাড়
আকাশের ছাতের ফাঁকে
তারা দিয়ে লিখে-লিখে নক্সীকাঁথা আঁকে…।
ঘুমহীন দুচোখ ভরে আমি
এপাশ ও পাশ খুলে-খুলে দেখি
চাওয়া-পাওয়ার হিসেব গুলো জটিল
তবুও চাই-চাই একি।
সরাতে-সরাতে হিসেবের সব খাতা
বুঝিনি কিছুই,শুধু চাওয়া-পাওয়া
রবীন্দ্র গৃহবাসী গানে-গানে যাই ভেসে
ফিরে-ফিরে যায় বসন্তের হাওয়া…।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।