T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় শর্মিষ্ঠা সেন

রং-এর প্রলেপ সরিয়ে নেবার পর

রং-এর অজুহাত ছাড়া পরস্ত্রীর শরীর ছুঁতে নেই,

তাই কাল মাথায় উপুড় করে দিয়েছিলে চোরা রং মেশানো নিরীহ আবীর, রক্তজবার মতো লাল।

আমি তখন ক্ষণিকের নববধূ!

দশ জোড়া চোখের আড়ালে আমাদের গোপন লুকোচুরি। সাক্ষী ছিল ফাগুনের বার বেলা।

ইতিউতি লেগে থাকা জেদি দাগ বলে দেয় খেলা জমেছিল বেশ।

আজ থেকে ছদ্ম আবরণে পাশাপাশি পথ চলা,

কুশল বিনিময়, ছেলেমেয়ের লেখাপড়ার খোঁজ,

মেট্রোর ভীড়, ওমিক্রনের বাড়বাড়ন্ত ইত্যাদি অবান্তর কথোপকথন।

রঙের প্রলেপ সরিয়ে নেবার পর পড়ে থাকে সাদা কালো অথবা সিপিয়া রংএর শরীর;

একঘেয়ে দাম্পত্যের মতো।

Spread the love

You may also like...

error: Content is protected !!