T3 ক্যাফে হোলি স্পেশাল এ শম্পা সাহা

মরণ – রে
শিমুল পলাশে ফাগুন রাগে বসন্ত দেয় ডাক,
হিসেব নিকেশ আজকে না হয় দূরেই পরে থাক!
গোলাপী আবীরে ,লাজে রাঙা হয় প্রিয়ার ওষ্ঠ দুই
মন-কেমনের বসন্ত রাত,একা আমি আর তুই।
“মরণ রে তুঁহু মম শ্যাম সমান”
ভালোবেসে মরণকে ভালোবাসে যারা,
ঘর হারা,ঘর ছাড়া ,ছন্নছাড়া,
সেই সব পাগলের বসন্ত দোল,
দূরে ওই সুর শুনি,”খোল দ্বার খোল”।
“আজি বসন্ত জাগ্ৰত দ্বারে”
বসন্ত ঠিক এলো,সে তো এলো না!
আমার ঠিকানা সে কি আজো পেলো না?
দুই হাতে আবীরের ভালোবাসা নিয়ে,
একলা পথের দিকে আজো তাকিয়ে।
কই আসে ,আসে কই সে পাগলটা?
যার কথা ভেবে খোলা মন-আগলটা!
পলাশ মুষড়ে পড়ে,শিমুলের কোলে,
আকাশে আগুন লাগে বসন্ত দোলে,
দুই হাতে গুলালের রং মুঠি ভরে,
রাস্তায় বুক পেতে অপেক্ষা করে,
আমার পিয়াসী মন,সে তো আসে না!
এসে সে তো একবার ভালোবাসে না!
বিরোহী কোকিলা গায় বিরহের গান,
“মরণ রে তুঁহু মম শ্যাম সমান”!