কবিতায় শুভাশিস সাহু

কতটা তুমি মায়াবী?
অনুরমা আমি
তোমাকে আজও ভালোবাসি।
তোমার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় পৃথিবী।
তোমার শরীর যেন শরৎ এর শোভা;
দিকে দিকে দেখি শুধু তোমার মায়াবীর প্রভা।
অনুরমা আবার এসেছো তুমি
আমার কবিতার সমুদ্রে,
একবার ভাসিয়ে
নিয়ে চলো দেখি…
দেখি কতদূর সমুদ্র আর কতটা তুমি মায়াবী?