তুমি যেদিকেই যেতে চাও সবদিকে সমান সংকট!
তোমার দীর্ঘ অপেক্ষার ভেতরে যেদিন তোমার ছিঁপে
হাঙর উঠে এলো তখন চৌদিকে রক্তাক্ত জলের
কাতরতা আর সবুজ অরণ্যের বলিরেখা ধীরে ধীরে
তোমাকে মাঠভর্তি অন্ধকারের দিকে নিয়ে যেতে
থাকে! হাওয়ায় উড়তে থাকে শূন্যতা! আর না দেখা
অরণ্য। তোমার উদাসীন মন বৃষ্টিকে তুচ্ছ ভেবে
আকড়ে ধরলো ধু ধু মরুভূমি। ছায়া ও দিগন্তের দিকে
নাগরিক মধ্যবিত্ত জীবন! প্রতিদিন তোমার বাসভর্তি
মানুষের সাথে বাউলের মতো ঘরে ফেরা, পথের প্রচ্ছদে
জলের নিঃশ্বাস। ঘুমন্ত হাওয়াকল তোমাকে স্তব্ধতার
ভেতর দিয়ে মাঝরাতের দৃশ্যসীমার কাছে নিয়ে যায়।