কাকাভোরে রতন ছুটতে ছুটতে এসে ডাকতে শুরু করল, বৌদি ও বৌদি..। দরজা খুলে বৌদি বেরিয়ে এসে বলল কি হয়েছে রতন এত সকাল সকাল কি হল আবার।
-কি আর হবে আপনার জমির মধ্যে তপন ঘোষ মন্দির করছে !
-কি বলছো তুমি ? শালা, তপনের এত বড় সাহস।মন্দির করার আর জায়গা পেল না!আমার জমির উপর আজ দেখাচ্ছি ওর শয়তানি।
বৌদি মানে আমাদের পাড়ার শিবুর মা। সকলেই খুব সমজে চলেন।কারন সংঘাতিক তার মুখ।কাউকে ভয় পান না।মুখের উপর যা তা বলতে পারেন।
তখনও সূর্যের আড়মোড়া ভাঙ্গেনি। শিবুর মা গিয়ে দেখে সত্যি তার জমির উপর মন্দির হচ্ছে।সঙ্গে সঙ্গে তপনের বাড়ি ছুটে গিয়ে ডাকতে শুরু করল তপন এ্যাই তপন বাইরে আয়।
-কি হলো বৌদি
-কি হলো ! আমার জমির উপর মন্দির !
-আসলে মা কালি কাল স্বপ্ন দেখা দিয়ে বললেন এইখানে মন্দির করতে।
-মা কালি কি আমারই পেছন মারতে তোমায় স্বপ্ন দেখালো ?
তপনের মুখে আর কথা সরলো না।