কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

প্রণয় স্মৃতি

আজো কি মনে পড়ে মোরে?
যখন বেলা শেষে সূর্যাস্তের পরে
আঁধার নামে সন্ধ্যার অবসরে
আকাশে তারা মিটিমিটি জ্বলে।

সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঘরে
নিরবে বসে জানালার ধারে
বিষণ্ন বদনে তাকিয়ে দূরে
আমাকে ভাবো অশ্রু সজলে?

কাজের পরে বিকাল বেলায়
সবাই যখন নিথরে ঘুমায়
নিজের ছবি দেখে আয়নায়
অতীত স্মৃতি ভাসে মনে?

কাজের অবসরে কোন জলসায়
এক কোনায় বসে নিরালায়
চুমুক দিয়ে চায়ের পেয়ালায়
অধরের অনুভূতি পাও সেখানে?

ক্লান্ত দেহে নিশীথ রজনীতে
শুয়ে থেকে নরম বিছানাতে
নিদ্রা বিহীন দুই চোখেতে
এপাশ ওপাশ গড়িয়ে কাটে?

জড়িয়ে ছিলাম তোমার সাথে
একদিন সুখে দুখে দু‘জনাতে
কত সময় কেটেছে নিরালাতে
সেই কথাটি ভাসে হৃদয়পটে?

Spread the love

You may also like...

error: Content is protected !!