কবিতায় স্বর্ণযুগে সুবীর সরকার (গুচ্ছ কবিতা)

১| শিকার কাহিনী
বৃষ্টির ভিতর নুপূর খুলে জঙ্গলে ঢুকে পড়ছো
তুমি
করাতকল মানে কাঠের গুড়ো।
কাঠামবাড়ির রাস্তায় পথ হারিয়ে ফেলা আমাদের
জিপ গাড়ি
সাদাবর্ন মেঘ।
তিস্তার কামান।
চোরা বালিতে নেমে যাচ্ছে সোনার
বালতি
এই বৃষ্টির ভিতর পুরানো শিকারের
গল্প
২| কান্না
আর জল স্তম্ভ পেরিয়ে যেতে চাওয়া সমুদ্র পাখি
আর দংশন সেরে ফিরে আসতে থাকা সাপ
এরপর শূন্য সিঁথির গল্প।
কান্নার ভেতর দিয়ে কেবলই তোমার কাছে
যাওয়া
৩| শিশুদের ইস্কুলে ইস্কুলে
এই যে শিশুদের ইস্কুলে ইস্কুলে ঘুরে বেড়ালাম
মেন্দাবারীর হাতি দেখে হাততালি দিয়ে উঠলো
আমার মেয়ে
বাচ্চারা সাইকেল চালিয়ে ভুট্টা খেতে নেমে গেলে
আমি আবার নুতন করে আঁকা শুরু করি
শিশুদের গ্রাম, সুপুরির সারি
৪| বায়োপিক
একটা নয় পিলারের সেতু
বায়োপিক জুড়ে রান্নার বই
মরে যাওয়া সাপের পাশে চিরাগ
জ্বলে
লাগাতার কাশি হচ্ছে
নুতন জলে একটু ভিজে
আসা
আমি তো আগুনে ঝাঁপ দিয়ে বেঁচে ফেরা
মানুষ
খাঁচা ভেঙে বেরিয়ে আসা বাঘ
গুটিগুটি জলকামানের দিকে
অথবা ঘুম ক মে যাচ্ছে
খিদে ক মে যাচ্ছে
জঙ্গলে হায়নার হাসি
হরিণের পিঠে শালিক
আসলে দুরান্তর বলে কিছু নেই
সরে যাওয়া বলেও কিছু নেই
রোদচশমা ভেঙে গেলে একটুও মনখারাপ
হ য় না আমার
বরফের বিছানায় এখন হলুদ চাদর
আদর হারিয়ে যায়
টিকটিকি এসে ঢোকে তথ্যচিত্রের
ভিতর