কবিতায় শুভাশিস সাহু

দূরের অনন্ত তোমাকে যে ডাকে
পৃথিবীতে তোমার ভালোবাসা
ছড়িয়ে আছে দিকে দিকে।
অঙ্গিত্রা সেন তোমার শরীর
সমুদ্রের মতো।
বহুকাল কেটে গেছে,
আমি সাঁতার কেটেছি
তোমার স্রোতে স্রোতে।
অঙ্গিত্রা সেন তুমি দেখা
দিয়েছিলে একবার
হৃদয়ের মাঠে;
তোমাকে ছুঁতে পারিনি
আমি,
তুমি একা একা উড়ে চলে যাও শুধু-
দূরের অনন্ত তোমাকে যে ডাকে।