কবিতায় শুভজিৎ দাস দাঁ
বালিয়াড়ির চাপা কথা
সমুদ্রের নোনা জলে ভেসে যেতে দেখলাম দীর্ঘতম অ-সুখ,
নীলের অর্ঘ্যে ডুবে গেছে শূন্যস্থান ছিল যতো,
বালিয়াড়ির ভগ্নাবশেষ খুঁড়ে দেখি কিছু কথা চাপা পড়ে আছে আজও,
তারা মৃত নয়,
বিন্দু বিন্দু জলকণায় গড়ে উঠছে শব্দহীন উপত্যকা,
স্তব্ধতার কোমর ছাড়িয়ে চুঁইয়ে পড়ছে অপার্থিব হিমসুখ,
দীর্ঘশ্বাসে মিশে গেছে অনন্ত স্বপ্নশ্লোক,
এখন আমার কথা বলবো না,
বলতে নেই, শুধু দেখবো,
প্রতীক্ষায় থাকবো আরণ্যক কবিতার,
বিশ্বাস করো, কবিতার জন্য স্বাতী নক্ষত্রের নাভিতে আমি নির্দ্বিধায় তলিয়ে যেতে পারি।