T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সুকৃতি সিকদার

গ্লানি
একজন লাল রং খিঁচে নিয়ে যাচ্ছিল আমায়!
আমি বহু কষ্টে শেষে অফিসে ঢুকেছি।
এখন জানলা খেতে খেতে
চোখ বুজে আসছে আমার।
মণি আর অশ্রুকে চেনে
চোখের আত্মীয় ঠিক চশমা যেমন
বুকের নিকটাত্মীয় জামা…
খারাপ নেশার মতো কবিতা লেখাও এক নেশা,
ছাড়তে পারি না বলে লিখি।
মাঝেমাঝে লিখতে পারি না!
আদরের বাটি ফাটি ঠেলে
তারাদের নিয়ে চুপচাপ
বেটিং চালাই আর ভাবি
ভারতের রাজনীতি নিয়ে–
এটা ঠিক কবিতার মতো
যেটা তুমি দেখতে পারছ— সেটা নয়,
যেটা তুমি দেখতে পারছ না— একদম সেটাই।