গদ্যানুশীলনে সুদীপ ঘোষাল (গল্প সিরিজ)

কন্যারত্ন

জিতেন মাষ্টার ছিপ হাতে দুপুর কাটান কলাবাগানের পুকুরের পাড়ে।ফাতনায় চোখ রেখে স্বপ্নের অগাধ জলে ডুব দেন বারেবারে।ডুবে দেখতে পান পূর্ণ না হওয়ার স্বপ্নের ভিড়ে খুঁজে পেয়েছেন পরশপাথর।তার একমাাত্র কন্যা বামন হয়ে জন্মগ্রহণ করেছে।পাড়ারলোকে খুব হাসিঠাট্টা করে।

এই তো সেদিন রতন বলল,  তোর মেয়েকে তো সার্কাসে দিতে পারিস, ভালো ইনকাম হবে। জিতেনবাবু চুপ করে কথাটা হজম করলেন আর মনে মনে বললেন,দেখিয়ে দেব একদিন।

মাছধরার ছলে পুকুরপাড়ে বসে তিনি স্বপ্ন দেখেন মেয়েকে নিয়ে আর ভগবানকে ডাকেন।পরশপাথরের  ছোঁয়ায় কত স্বপ্ন সোনার ফসল হয়ে ফলে।প্রতিদিন তিনি এই একটা স্বপ্নই দেখেন যে তার মেয়ে বড়মানুষ হয়েছে। তার স্বপ্ন একদিন সত্যি হল  জীবনে। বেঁটে বা বামন মেয়ে অপরূপা ছোটথেকেই ক্লাসে প্রথমস্থান দখল করত।বেঁটে মেয়েকে নিয়ে তার বাবা খুব চিন্তিত ও দুঃখিত,এই কথাটা সে জানত। কিন্তু অপরূপার অদম্য ইচ্ছের জোরে সে আজ আই পি এস অফিসার হয়েছে।তার আগে পিছে চলেছে লম্বা লম্বা পুলিশ  অফিসার।

তারা অপরূপার পদমর্যাদা আর ব্যাক্তিত্বের কাছে নিতান্তই বামন স্বরূপ…
Spread the love

You may also like...

error: Content is protected !!