ক্যাফে কাব্যে সুশান্ত সেন

সম্পাদক কবিতাটি পড়লেন।
বললেন – এটা কি কোনো লেখা হলো
বক্তব্য নেই ভাব নেই ,
বাংলা ভাষার জ্ঞানও নেই।
বলে লেখাটি
বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিলেন।
সামনে দাড়ান লোকটি
মুখ কাচুমাচু করে দাড়িয়ে থাকলো।
একটু পরে মুখ নিচু করে ঘর থেকে
বেরিয়ে গেল।
আচ্ছা বলতে পারেন কেন লোকটি
ঘর থেকে বেরিয়ে যাবার আগে
বারবার বাজে কাগজের ঝুড়ি’টির দিকে তাকাচ্ছিলো।